Type Here to Get Search Results !

Toto registration:এবার ঘরে বসেই হবে টোটোর রেজিস্ট্রেশন, কীভাবে? খরচ কত?

0

Toto registration: রাজ্যজুড়ে বেআইনি টোটো চলাচল রুখতে পশ্চিমবঙ্গ সরকার টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে আরও সহজ ও অনলাইনমুখী করেছে। রাজ্যের পরিবহণ দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে প্রতিটি টোটো মালিককে তাদের যানটির রেজিস্ট্রেশন করাতে হবে

1. প্রথমে টোটো মালিককে Toto Enrollment Number (TTEN WB IN)-এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে। সেখানে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি ইন্টারভিউ পোর্টালে যাওয়া যাবে।

২. এরপর Toto Registration Portal-এ থাকা Apply for TTEN Now অপশনে ক্লিক করতে হবে।

৩. এরপর টোটো ড্রাইভারের মোবাইল নম্বর লিখে Send Otp অপশনে ক্লিক করতে হবে। এই কাজ হয়ে গেলে OTP বসিয়ে ভেরিফাই করতে হবে।

৪. এর পরের ধাপটি হলো Apply for TTEN-এ ক্লিক করা। টোটো ড্রাইভারের আধার কার্ডের নম্বর লিখে নিচের বক্সে গিয়ে Send Otp অপশনে ক্লিক করতে হবে। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত সেখানেই এবার যাবে OTP। সেটা যথাস্থানে বসিয়ে ভেরিফাই করতে হবে।


৫. আধার কার্ড অনুযায়ী নাম, ঠিকানা ও ফটো ধাপে ধাপে চলে আসবে। Next অপশনে ক্লিক করতে হবে।

৬. পরবর্তী পেজ খুললে Toto-এর ডিটেলস দিতে হবে। অর্থাৎ কোম্পানির নাম, টোটোর গায়ের রং, মোটর নম্বর দিয়ে ফের Next-এ ক্লিক করুন।

৭. পরবর্তী পেজে টোটোটি কোন ডিলারের কাছ থেকে কেনা হয়েছে, তাঁর নাম ও ঠিকানা উল্লেখ করুন এবং Next-এ ক্লিক করুন।

৮. এবার টোটোর রশিদ আপলোড করতে হবে এবং ফাইনাল সাবমিট করে দিতে হবে। তাহলেই বেরিয়ে আসবে টোটোর রেজিস্ট্রেশন নম্বর।

৯. এরপর নির্দিষ্ট অঙ্কের টাকা পেমেন্ট করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এই রেজিস্ট্রেশনের পর দিন সাতেকের মাথায় সার্টিফিকেট মিলবে। এছাড়াও নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে লগইন করলে স্ট্যাটাসও দেখে নিতে পারবেন।


টোটো রেজিস্ট্রেশনের খরচ কত?

টোটো রেজিস্ট্রেশনের জন্য এবং এক বছরের রিনিউয়াল ফি মোট ধরে পড়বে ১৭৪০ টাকা। অনলাইনে এই টাকাটা পে করতে হবে। এছাড়াও রেজিস্ট্রেশন এবং ১৮ মাসের রিনিউয়াল ফি সহ মোট ২৯৪০ টাকাও অনলাইন পেমেন্ট করতে পারেন। 

আদামী ৩০ নভেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি টোটোকে রেজিস্ট্রেশনের কাজটা সেরে ফেলতে হবে। যে কোনও ধরনের সমস্যায় পড়লে পরিবহণ দপ্তরে গিয়ে যোগাযোগ করা যেতে পারে।


আবেদনের লিঙ্কএখানে-     👉👉Apply Online for Toto

Post a Comment

0 Comments

Show ad in Posts/Pages